Press "Enter" to skip to content

চট্টগ্রামে গ্যাসলাইনে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৭ বাড়ি ঘর চাপা পড়ে জখম

প্রতিনিধি

ঢাকাঃ চট্টগ্রামে আজকে আবার একটি বড় দুর্ঘটনা ঘটেছে। হালের দিনে

এমন ভয়ঙ্কর ঘটনার নজির মিলছে না, যা ঘটে গেলো রবিবার

বাংলাদেশের বাণিজ্যিক নগরী চট্টগ্রামে। প্রশাসনের তরফে জানানো হয়,

নগরীর পাথরঘাটা এলাকার বড়ুয়া ভবনের নিচ তলায় গ্যাসের লাইনে

বিস্ফোরণ ঘটে এবং তাতে ৭জন নিহত হয়েছেন। দগ্ধ হয়েছেন অন্তত

আরও ১০ জন। আহত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা

হয়েছে। নগরীর ব্রিকফিল্ড রোডের  ঘটনা খতিয়ে দেখতে  ঘটনা করা

হয়েছে একাধিক কমিটি। জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন জানিয়েছেন,

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এজেএম শরিফুল হাসানকে প্রধান করে পাঁচ

সদস্যের তদন্ত কমিটির ফায়ার সার্ভিস, চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম

উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) এবং স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরকে সদস্য হিসেবে

রাখা হয়েছে। এছাড়া চট্টগ্রাম মহানগর পুলিশ তিন সদস্যের আরেকটি

তদন্ত কমিটি গঠন করেছে। যার নেতৃত্বে আছেন উপ-কমিশনার (দক্ষিণ)

এসএম মেহেদী হাসান। উপ-কমিশনার (দক্ষিণ) এসএম মেহেদী হাসান

জানান, তদন্ত করে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

তবে এখন পর্য্যন্ত চট্টাগ্রামে এই ধরনের বিস্ফোরন কেন ঘটেছে, সেই

ব্যাপারে প্রাথমিক ভাবে কিছূ জানা যায় নি।

সেখানের নীচ দিয়ে গ্যাস লাইন গেছে এবং সেই গভীরে কেন এই ধরনের

বিস্ফোরন হল, সেটা নিয়ে প্রশাসন সতর্ক।

অন্য দিকে এই গ্যাস লাইনের ওপর ঘর বাড়ি কেন ছিলো, এই নিয়েও প্রশ্ন

তুলেছেন কিছূ লোক।

চট্টগ্রামে এই ব্যাপারে জানালেন যীশু নাথ

সেখানে এই বিস্ফোরন হবার পরে জনতা ফার্মেসির মালিক যীশু নাথ

বলেন, কর্মচারী দোকান খুলেছে। আমি একটু দূরে ছিলাম। হঠাৎ শুনি

বিকট শব্দ। কেঁপে ওঠে চারদিক। দৌড়ে গিয়ে দেখি বড়ুয়া ভবনের একটি

দেয়াল এসে ঢুকে পড়েছে জনতা ফার্মেসি এবং পাশের স্টুডিও ফটোরমা

নামের দোকান দুটির ভেতরে। শুধু দেয়াল না, ভবনটির ফটকসহ এসে

পড়ে। দেয়ালের নিচে চাপা পড়া রিকশা এবং পথচারীদের

ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে। ফায়ার সার্ভিসের সহকারী

পরিচালক মো. জসিম উদ্দিন ধারণা করছেন, গ্যাসলাইন বিস্ফোরণের পর

দেয়াল ধসে এই ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •   
  •  
More from দূর্ঘটনাMore posts in দূর্ঘটনা »
More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »

2 Comments

Leave a Reply

Mission News Theme by Compete Themes.
error: Content is protected !!