Press "Enter" to skip to content

যে কোন মূল্যে এনআরসি লাগু করার চেষ্টাকে রুখবে সিপিআই(এম) সহ বামপন্থীরা

কোচবিহারঃ যে কোন মূল্যে এনআরসি লাগু করার চেষ্টাকে রুখবে সিপিআই(এম) সহ বামপন্থীরা।

এই সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার হওয়ার পাশাপাশি কোচবিহার জেলা জুড়ে

তৃণমূল এবং বিজেপির বোমাবাজি,  গুলি বিনিময়, বাড়িঘর ভাঙচুর, লুটপাট,

প্রকাশ্য দিবালোকে ডাকাতির  মত  অরাজক পরিস্থিতির মোকাবিলা করে

অবিলম্বে জেলায় আইনের শাসন প্রতিষ্ঠার  দাবি  সহ ১২ দফা দাবিকে সামনে রেখে

বৃহস্পতিবার কোচবিহার শহরে বিশাল মিছিল করল সিপিআই(এম)।

সিপিআই(এম) এর এত বৃহৎ মিছিল এখনো পর্যন্ত দেখেনি কোচবিহার শহর।

এদিন  কোচবিহার শহরের সার্কাস মাঠে সমবেত হয়ে, শহর জুড়ে  মহা মিছিল বার করলো দলটি।

এর সাথে কোচবিহার জেলা শাসকের দপ্তর সংলগ্ন আমতলা মোড়ে অবস্থান-বিক্ষোভ

ও সংশ্লিষ্ট দাবিসমূহ এর ভিত্তিতে কোচবিহারের জেলাশাসককে ডেপুটেশন দেয় সিপিআই(এম) কোচবিহার জেলা কমিটি।

জেলার বিভিন্ন প্রান্ত থেকে সিপিআই(এম) কর্মী-সমর্থকদের দলে দলে উপস্থিতিতে এদিন উত্তাল হয়ে ওঠে কোচবিহার শহর।

শহর জুড়ে যানযটের সৃষ্টি হয়। মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে প্রায় ২ ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকে কয়েক শ’ গাড়ি।

শহরের একপ্রান্ত থেকে আরেক প্রান্তে যাবার এই মুখ্য সড়কে আটকে পড়েন বহু মানুষ ও স্কুলের ছেলেমেয়েরা।

পূজোর বাজারে এদিন খুব ভিড় থাকায় সাধারণ মানুষকে নাকাল হতে হয়।

এদিনের এই মিছিলের নেতৃত্ব দেন সিপিআই(এম) এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী,

দলের কোচবিহার জেলা সম্পাদক অনন্ত রায়, নেতা তারিণী রায়, মহানন্দ সাহা, তমসের আলী প্রমূখ।

অনন্ত রায় বলেন, বিজেপি ও তৃণমূল কংগ্রেস, এই দুটি দল অরাজক  পরিবেশ তৈরি করছে জেলার

দিনহাটা, সিতাই, তুফানগঞ্জ, বক্সিরহাট, মাথাভাঙ্গা সহ বেশ কিছু এলাকায়।

প্রতিনিয়ত চলছে এই লাগামহীন সন্ত্রাস।

অথচ এই সময়কালে চরম বিপন্নতার মুখোমুখি রাজ্য তথা এই জেলার কৃষকরা।

তাঁদের উৎপাদিত ধান এবং আলুর দাম পাচ্ছেন না তাঁরা।

প্রচন্ড অর্থনৈতিক সংকটের মুখোমুখি কৃষকরা।

এ বিষয়ে হেলদোল নেই এই দুই রাজনৈতিক দলের।

অন্যদিকে বেকারদের কর্মসংস্থানের ক্ষেত্রে কোন সুনির্দিষ্ট পরিকল্পনা নেই তাদের।

যে কোন মূল্যে এনআরসির বিরোধ করা হবে।

মিছিল সমবেত হয় কোচবিহার জেলাশাসকের দপ্তর সংলগ্ন আমতলা মোড়ে।

এই সমাবেশে বক্তব্য রাখেন সুজন চক্রবর্তী সহ জেলার প্রথম সারির নেতারা।

সমাবেশ চলাকালীন কোচবিহারের জেলাশাসককে স্মারকলিপি প্রদান করেন সিপিআই(এম) এর এক প্রতিনিধিদল।

Spread the love

One Comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.