নযা দিল্লি (এজেন্সী) – গুজরাত বিধানসভায় কড়া প্রতিদ্বন্দ্বিতা দিযে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্যে বিজেপিকে একশোর কম আসনে নামিযে এনেছিল বিরোধীরা| তবে গুজরাতে পুরভোটে দাপট দেখাল গেরুযা শিবির|
৭৪টি পুরসভায় ভোট হযেিল ১৭ ফেব্রুযারি| এদিন ফলাফল বেরতেই দেখা যাচ্ছে, বিজেপি সংখ্যাগরিষ্ঠ পুরসভায় ইতিমধ্যে বিজেপি জযী হয়েছে অথবা এগিযে রযেছে| মোট ৭৫টি পুরসভায় ভোট হওযার কথা ছিল|
তবে তার মধ্যে জাফরাবাদ পুরসভায় বিরোধী কেউ না দাঁড়ানোয় বিজেপি আগেই জিতে গিযেছে| এছাড়া বিজেপি ৪৪টিতে জযী হয়েছে ও পাঁচটিতে এগিযে রযেছে|
এদিকে কংগ্রেস ১৩টি জযী হয়েছে ও একটিতে এগিযে রযেছে| মোট ৭৪টি পুরসভার পাশাপাশি এদিন দুটি জেলা পঞ্চাযে, ১৭টি তালুক, ১৪০০ গ্রাম পঞ্চাযেছের ফলাফল ঘোষিত হচ্ছে|
Comments