রাঁচি (সং) – প্রেম জীবনে একা| মন ভালো নেই| ভ্যালেন্টাইনে মানে প্রেমের সপ্তাহ। যখন প্রেমের জোযারে সকলে ভেসে যাচ্ছে তখন আপনি একা| কিন্তু একবারও ভেবে দেখেছেন কী| কারণ আপনারও কিন্তু আর পাঁচজনের মতোই সবকিছুই পারফেক্ট, আপনার নিজের প্রেমিক বা প্রেমিকাকে নিযে ঘুরতে পারেন|
ডেটিং বিশেষজ্ঞদের দেওযা বেশ কিছু টিপস যা নিযে আপনারও গুছিযে নিতে পারেন নিজেদের লাভ লাইফ| বেশি ভাববেন না ,জাস্ট করে ফেলুন বসে বসে শুধু দেখবেন না| ভ্যালেন্টাইনে আসরে নেমে পড়ুন| আপনার আশেপাশে কেউ থাকলে ভালো কথা, কিন্তু যদি কেউই না থাকে, তাহলে কোনও ডেটিং অ্যাপ জযে করতে পারেন| সেখানে নাম লেখান কাউকে খুঁজে নিন আপনার ডেট হিসেবে| বন্বু বান্ধবকেও যুক্ত করুন| জানিযে দিন আপনি ডেটে যাচ্ছেন| একটু লোকজনের সঙ্গে মিশুন|
যদি অনলাইন শপিংযে ব্যস্ত থাকেন তাহলে অভ্যাস বদলান সুপার মার্কেটে যান| বলা তো যায়না পাঁচজনকে দেখলে কাউকে মনেও তো ধরতে পারে| শুধু গুটিকতক কাছের মানুষদের মধ্যে থেকে আপনি কাউকে মনোমত নাও পেতে পারেন| ফলে মিশুন| ভ্যালেন্টাইনে কিছূ নতূন করুন।
আপনার জন্য একাধিক মানুষ রযেছেন ডেটিং করুন এতে উদ্বেগ কমে যেতে সাহায্য করে| এটা সকলেই কিন্তু নিজের জীবনে ব্যবহার করে| এতে লজ্জার কিছুই নেই| কেউ হয়তো কচি বয়স থেকেই শুরু করে আবার কেউ একটু বয়সে শুরু করেন| বেটার লেট দ্যান নেভার| একজনের সঙ্গে একাধিক জনের সঙ্গে মিশুন, তাহলেই ৱুঝতে পারবেন কার মধ্যে আপনি স্পার্ক খুঁজে পাচ্ছেন|
যৌনতা ও সম্পর্কের মধ্যে যোগাযোগ নিবিড়| দেখুন কার কাছে আপনি যত্ন পান| কোনও একজন মানুষ আপনার পুরো চাহিদা নিবৃত্তি করতে পারেন না| ফোন করুন , মেসেজ করুন ফোন করুন, ম্যেসেজ করুন এতে বেশ ভালো থাকা যায়| মনে হয় কারোর সঙ্গে কাছাকাছি আছেন| এর থেকেই কিন্তু প্রেমের সম্পর্ক তৈরি হয়|
বলা যায় না এর মধ্যে থেকেই আপনার লাইফ পার্টনার পেযে যাবেন| মেসেজের মধ্যে দিযে যে পথ চলার শুরু সেটাই হয়ত এগোতে পারে কফি শপে দেখা হওযা থেকে হুক আপে| সময় নষ্ট করবেন না সময় নষ্ট করবেন না| যেখানে কোনও আশা নেই , সেখানে সময় নিবেশ করবেন না|
কারণ যাঁরা আপনাকে পাওযার যোগ্য নয়, তাঁদের জন্য নিজেকে উত্সর্গ করবেন না| আপনি জীবনে ভালো কাউকে ডিজার্ভ করেন| ডিলিট করুন আর ভুলে যান আপনার পুরোন সম্পর্ক আপনাকে নতুন জীবনে যেতে দিচ্ছে না| একদম বেরিযে আসুন|
পুরোনো সব কন্ট্যাক্ট ফোন থেকে ডিলিট করুন| এগিযে যান ভ্যালেন্টাইনে নতুন জীবনে| বূঝতে পারবেন আপনার জীবনে খালি খারাপ জিনিসই হয় না| বেশ কিছু ভালো জিনিসও আপনার জন্য অপেক্ষা করে আছে| প্রথম পদক্ষেপ আপনি নিন এখন আর মনে কোনও কিছু লুকিযে রাখবেন না| যা মনে হবে সেটাই করে নিন| এখন আর ভিক্টোরিযান যুগ নেই যে মহিলারা রুমাল ফেলে আপনাকে ইঙ্গিত দেবেন| এখন সম্পর্কে সকলেই সাহসিকতা পছন্দ করেন, তা সে নারী হোন বা পুরুষ| সুতরাং ভ্যালেন্টাইনে এগিযে যান কফি ডেটে যাওযার প্রস্তাব দিন, সৌজন্যের সীমা ধীরে ধীরে বাড়ান|
ঝাড়খন্ড বিকাস মোর্চার ৬ বিধায়কদের দল বদল কানুন সম্মত
এঁদের দৌলতে ভাজপার একক বহুমত
ঝাবিমো হাইকোর্টে যাবার রাস্তায়
সংবাদদাতা, রাঁচি- অবশেষে ঝাড়খন্ড বিধানসভা অধ্যক্ষ ডক্টর দিনেশ ওঁরাও রাজ্যের ৬ জন বিধায়কের
পালা বদলকে আইন সম্মত বলে তাঁদের রাস্তা পরিষ্কার করে দিলেন।
এই বিধায়কদের দৌলতেই বিজেপি রাজ্যে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিল।
বিগত বিধানসভা নির্বাচনে এই ৬ জন বিধায়ক ঝাড়খন্ড বিকাস মোর্চার পক্ষ থেকে নির্বাচনে দাঁড়িয়েছিলেন।
কিন্তু নির্বাচনের ফল ঘোষণার পর তাঁরা ...
নক্সালী লেভী মামলায় যার বিরুদ্ধে এনআইএ তদন্ত, তাকেই দেওয়া হয়েছে ৮ দেহরক্ষী
আলাদা আলাদা জেলা থেকে দেওয়া হয়েছে দেহরক্ষীদের
পুলিস অফিসারদের আইনকে বুড়ো আঙ্গুল
সংবাদদাতা, রাঁচি – নক্সালী লেভীর মামলা জনসমক্ষে আসার সাথে সাথেই
এর সাথে জড়িত অন্যান্য তথ্য সামনে আসতে শুরু করেছে।
পুলিসের থেকে পাওয়া খবর অনুযায়ী যার বিরুদ্ধ এনআইএ তদন্ত চলছে
সেই অভিযুক্ত ব্যক্তিকে ঝাড়খন্ড পুলিসের পক্ষ থেকে ৮ জন দেহরক্ষী দেওয়া হয়েছে।
এনআইএ কার কার বিরুদ্ধে তদন্ত করছে, সেই ব্যাপারে ...
ছোট ছোট প্রকল্পগুলিকে বর্ষার আগে শেষ করার নির্দেশ মুখ্যমন্ত্রী রঘুবর দাসেরপ্রত্যেকটি গ্রামে জল ও বিদ্যুৎ সংযোগ দেবার নির্দেশ
সব প্রকল্পগুলির প্রচার প্রসারের নির্দেশ
সংবাদদাতা,
রাঁচি- মুখ্যমন্ত্রী রঘুবর দাস বলেন যে উন্নয়নের আলো রাজ্যের অন্তিম ব্যক্তির কাছে পৌঁছানো দরকার।
এটাই আমাদের সরকারে প্রধান উদ্দেশ্য। সামগ্রিক উন্নয়নের জন্য চাই মজবুত ভিত। এর জন্য স্বশাসন দরকার।
তাই সব গুলি সংস্থাকে আরও সুদৃ্ঢ় করা হচ্ছে।
এর জন্য গ্রাম সভা গুলিকে তাদের নিজেদের অধিকারকে বুঝে নিয়ে ...
যে কোন পরিস্থিতিতে প্রত্যেকটি নির্দেশ পালন করার হুকুম রাজ্যপাল দ্রৌপদী মুর্মূর
ছাত্রদের জন্য কাজ করার নির্দেশ
সেশন রেগুলারাইজ করার ওপর জোর
সংবাদদাতা,
রাঁচি- রাজ্যপাল সহ ঝাড়খন্ডের বিশ্ববিদ্যালয়গুলির চ্যান্সেলার দ্রৌপদী মুর্মূ সোমবার
রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের ভিসিদের কড়া বার্তা দিলেন।
ভিসিদের সাথে সমীক্ষা বৈঠকে তিনি যে কোন পরিস্থিতিতে তাঁর সব নির্দেশ পালনের হুকুম দেন।
তিনি বলেন যে কোন ভাবেই তাঁর নির্দেশকে যেন অমান্য না করা হয়।
তিনি বলেন যে ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতের দিকে তাকিয়ে তাদের জন্য ...
ঝাড়খন্ড হাইকোর্টের দুজন নতুন বিচারকের শপথ গ্রহণসংবাদদাতা,
রাঁচি- ঝাড়খন্ড হাইকোর্টের দুজন নতুন বিচারক সঞ্জয় কুমার দ্বিবেদী ও দীপক রোশন
সোমবার পদ ও গোপনীয়তার শপথ গ্রহণ করলেন।
হাইকোর্টের প্রধান বিচারপতি অনিরুদ্ধ বোস সোমবার এই দুজন নতুন বিচারককে শপথ বাক্য পাঠ করান।
হাইকোর্টের হোয়াইট হলে এই শপথ গ্রহণ অনুষ্ঠান হয়।
ঝাড়খন্ড হাইকোর্টের এই দুজন এডভোকেটকে ১২ ফেব্রুয়ারীতে অতিরিক্ত বিচারকের পদে নিয়োগ করা হয়েছিল।
এই দুজনের যোগদানের ফলে বর্তমানে ঝাড়খন্ড ...